টোকিও অলিম্পিক ভলিবলে ভেনেজুয়েলাকে হারাল ইরান
পোস্ট হয়েছে: জুলাই ২৭, ২০২১
টোকিও অলিম্পিক গেমসের ভলিবল প্রতিযোগিতায় ভেনেজুয়েলাকে বিধ্বস্ত করে জয় ঘরে তুললো ইরানের জাতীয় পুরুষ ভলিবল দল। সোমবার পুল এ এর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে খুব সহজেই জয় লাভ করে ফারসি স্কোয়াড।
ইরান ও ভেনেজুয়েলার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয় টোকিওর আরিয়াক অ্যারেনায়। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ৫ সেটের প্রতিযোগিতায় তিনটিতে (২৫-১৭, ২৫-২০, ২৫-১৮) জয় পায় ইরান।
এরআগে প্রথম ম্যাচে পোল্যান্ডকে হারায় ইরানের ভলিবল দল। টানা দুই ম্যাচ জয়ে গ্রুপ পর্বে এখন শীর্ষে রয়েছে ইরান। পরবর্তী ম্যাচে জাপানের বিরুদ্ধে মাঠে নামবে দেশটির খেলোয়াড়রা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।