টোকিও অলিম্পিক ভলিবলে ‘পুল এ’ তে ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২০

টোকিও ২০২০ অলিম্পিক গেমসে পুরুষ ও নারী ভলিবল টুর্নামেন্টের পুল নির্ধারণ করা হয়েছে। ইরানের জাতীয় দল টিম মেল্লি টুর্নামেন্টের পুল এ তে স্থান পেয়েছে।
নতুন বিশ্ব র্যাঙ্কিং সিস্টেমে এশিয়ার সেরা দল ইরান অষ্টম অবস্থানে রয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। ইরানের আগে আরও রয়েছে পোল্যান্ড, আমেরিকা, রাশিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইতালি।
অলিম্পিক ভলিবলে প্রতি লিঙ্গ বিভাগে যোগ্যতা অর্জনকারী ১২টি দল ছয়টি পুলে বিভক্ত হয়ে দুটি সিঙ্গেল রাউন্ড রবিন ইভেন্টে অংশ নেবে। এখান থেকে চারটি শীর্ষ দল কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতা করবে।
ইরানের সাথে পুল এ তে প্রথম স্থানে রয়েছে স্বাগতিক জাপান। পুল বি তে তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ব্রাজিল চারবারের স্বর্ণপদক জয়ী আমেরিকার মুখোমুখি হবে। সূত্র: তেহরান টাইমস।