সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

টোকিও অলিম্পিকে সোলাইমানির নামে ইরানি কাফেলা

পোস্ট হয়েছে: জানুয়ারি ২২, ২০২০ 

news-image

আসন্ন ২০২০ টোকিও অলিম্পিক গেমসে মার্কিন বিমান হামলায় নিহত শহীদ জেনারেল সোলাইমানিকে স্মরণ করবে ইরানের প্যারালিম্পিক সাংস্কৃতিক ও ক্রীড়া কাফেলা। প্রভাবশালী এই শীর্ষ জেনারেলকে সম্মান জানাতে অলিম্পিকে ‘জে. সোলাইমানি, কমান্ডার অব হার্টস’ নামে অংশগ্রহণ করবে ইরানি ক্রীড়াবিদদের কাফেলা।

ইরান ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি কাপুরুষোচিত ভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে লে. জেনারেল সোলাইমানিকে হত্যা করায় আমেরিকার নিন্দা জানানোর পাশাপাশি শহীদ সোলাইমানির স্কুলকে সম্প্রসারিত করতে ২০২০ টোকিও প্যারালিম্পিক গেমসে অংশগ্রহণকারী ইরান সাংস্কৃতিক ও ক্রীড়া কাফেলার নাম দিয়েছে ‘জে. সোলাইমানি, কমান্ডার অব হার্টস।’

আশা করা হচ্ছে সম্মানজনক ক্রীড়া ইভেন্টটিতে ইরানের প্যারালিম্পিক স্পোর্টস কমিউনিটি সফল হবে এবং এই গতিশীল স্কুল থেকে আচরণ এবং শিষ্টাচার শিখবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।