রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

টোকিও অলিম্পিকে ফুটবল ম্যাচ তদারকি করবেন ইরানের শাহরিয়ারি

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২০ 

news-image

ইরান ফুটবল ফেডারেশনের বিচ সকার কমিটির প্রধান পারিয়া শাহরিয়ারিকে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট টোকিও ২০২০ এ কমিশনার হিসেবে দায়িত্ব পালনের আমন্ত্রণ জানানো হয়েছে। এক চিঠিতে ইরানি ফুটবল ফেডারেশনকে এই আমন্ত্রণ পাঠিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। শাহরিয়ারিকে টোকিও অলিম্পিকের ফুটবল ম্যাচগুলো তদারকি করার আমন্ত্রণ জানানো হয়েছে।

করোনা ভাইরাস মহামারির কারণে ৩২তম অলিম্পিক গেমস টোকিও ২০২০ এর সময়সূচি পরিবর্তন করে ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট নির্ধারণ করা হয়।

শাহরিয়ারি এর আগে ফিফা বিচ সকার বিশ্ব কাপ প্যারাগুয়ে ২০১৯ এর ফাইনাল ম্যাচের সুপারভাইজার হিসেবে নির্বাচিত হন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।