বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

টোকিও অলিম্পিকে জায়গা করে নিলো আরও তিন ইরানি অ্যাথলেট

পোস্ট হয়েছে: এপ্রিল ১২, ২০২১ 

news-image

আসন্ন টোকিও অলিম্পিকে জায়গা নিশ্চিত করলো আরও তিন ইরানি অ্যাথলেট। কাজাখস্তানের আলমাতিতে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক বাছাইপর্বের সেমিফাইনাল ম্যাচ জিতে তারা অলিম্পিকে খেলার যোগ্যতা লাভ করলেন।

বাছাইপর্বের ৬৫কেজি ওজন-শ্রেণিতে ইরানের আমিরমোহাম্মাদ বাবাক ইয়াজদানি চারাতি বাহরাইনের হাজি আলিকে ১০-০ পয়েন্টে হারিয়ে চূড়ান্ত লড়াই নিশ্চিত করেছেন। ফাইনাল পর্বে তিনি কিরগিজস্তানের এরনাজার আকমাতালিয়েভের মুখোমুখি হবেন।

কুস্তির ৭৪কেজি ওজন-শ্রেণির সেমিফাইনালে ভারতের সন্দিপ সিংকে ১০-০ পয়েন্টে হারান ইউনেস ইমামি। ফাইনালে তিনি উজবেকিস্তানের বেকজোদ আব্দুরাখমোনোভের মুখোমুখি হবেন।

অন্যদিকে, ৯৭ কেজিতে ভারতের সত্তিবার্ত কাদিয়ানকে পরাজিত করেন ইরানের মোহাম্মাদ হোসেইন মোহাম্মাদিয়ান। ফাইনালের তিনি উজবেকিস্তানের মাগুমেদ ইব্রাগিমোভের বিরুদ্ধে লড়বেন।

এর আগে ইরান টোকিও অলিম্পিকের তিনটি স্পট কোটা নিশ্চিত করে। সূত্র: মেহর নিউজ এজিন্স।