টোকিও অলিম্পিকে ইরান ভলিবল দলের প্রতিদ্বন্দ্বী যারা
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৫, ২০২০
জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য ২০২০ অলিম্পিক গেমসে গ্রুপ পর্বের প্রতিযোগিতায় পুল এ তে পড়েছে ইরানের জাতীয় ভলিবল দল। এই গ্রুপে টিম মেল্লির সাথে রয়েছে স্বাগতিক জাপান, পোল্যান্ড, ইতালি, কানাডা ও ভেনেজুয়েলা।
অন্যদিকে, পুলি বি তে প্রতিযোগিতায় অংশ নেবে ব্রাজিল, আমেরিকা, রাশিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স ও তিউনিসিয়া।
টোকিও ২০২০ অলিম্পিকের পুরুষ ভলিবল টুর্নামেন্টে এ পর্যন্ত স্বাগতিক জাপানের পাশাপাশি দেশের প্রতিনিধিত্ব করার অধিকার অর্জন করেছে ইরান। রোববার এশিয়ান ভলিবল কনফেডারেশন (এভিসি) পুরুষ অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্টের ফাইনালে চীনকে হারিয়ে এশিয়ার সেরা দল হওয়ার গৌরব অর্জন করে ইরানের জাতীয় ভলিবল দল। প্রতিপক্ষকে ৩-০ (২৫-১৪, ২৫-২২, ২৫-১৪) সেটের ব্যবধানে পরাজিত করে আসন্ন টোকিও ২০২০ অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করে দলটি। দুর্দান্ত এই বিজয় উদযাপন করতে ভুল করেন নি ইরানি ভলিবল দলের কোচ আইগোর কোলাকোভিচ ।
এবার দিয়ে ইরান দ্বিতীয়বারের মতো অলিম্পিকে নিজেদের জায়গা নিশ্চিত করলো। এরআগে রিও অলিম্পিকে পঞ্চম স্থান অর্জন করে দলটি।
২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক ২৪ জুলাই শুরু হয়ে চলবে ৯ আগস্ট পর্যন্ত। টোকিও ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ২৫ জুলাই থেকে ৯ আগস্টের মধ্যে। এতে ২৪টি ভলিবল দল ও ৪৮টি বিচ ভলিবল দল অংশ নেবে। সূত্র: তেহরান টাইমস।