মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

টোকিও অলিম্পিকে ইরানের সাত মেডেল

পোস্ট হয়েছে: আগস্ট ৯, ২০২১ 

news-image

টোকিও অলিম্পিক গেমসে তিনটি স্বর্ণ, দুটি রোপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট সাতটি পদক জয় করেছে ইরানের অ্যাথলেটরা। এর আগে অলিম্পিকের রিও আসরে ইরানি প্রতিনিধি দল তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক জিতেছিল।

এবারের অলিম্পিকে ইরানের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করেন শুটার জাভাদ  ফরোগি। তিনি পুরুষদের ১০-মিটার এয়ার পিস্তলে শীর্ষ স্থান লাভ করেন।

ফারসি এই অ্যাথলেট ২৪৪ দশমিক ৮ পয়েন্টে সংগ্রহ করে অলিম্পিকে রেকর্ড করেন। রৌপ্য পদক জয়ী সারবিয়ার দামির মিকেককে ৬ দশমিক ৯ পয়েন্ট ব্যবধানে পেছনে ফেলেন। অলিম্পিক শুটিংয়ের ইতিহাসে এটি ইরানের প্রথম স্বর্ণপদক।

ইরানের গ্রেকো-রোমান কুস্তিগীর মোহাম্মাদ রেজা গেরায়েই ইরানের জন্য দ্বিতীয় স্বর্ণ পদক জয় করেন। তিনি ইউক্রেনের পারভিজ নাসিবভকে পুরুষদের গ্রেকো-রোমান ৬৭ কেজির ফাইনাল বুটে ৯-১ পয়েন্টে হারিয়ে শীর্ষ স্থান লাভ করেন।

ইরানের জন্য তৃতীয় স্বর্ণপদক লাভ করেন সাজাদ গানজাদেহ। তিনি পুরুষদের কারাতে কুমিতে ৭৫ কেজিতে স্বর্ণ পদক জয় করেন। ফাইনাল ম্যাচে তিনি সৌদি আরবের তারেহ হামেদিকে পরাজিত করেন।

এবারের টোকিও অলিম্পিকের ১৭টি স্পোর্টসে ৬৬জন অ্যাথলেটকে পাঠায় ইরান। সূত্র: তেহরান টাইমস।