টোকিও অলিম্পিকে ইরানের প্রতিনিধিত্ব করবে ৬৭ অ্যাথলেট
পোস্ট হয়েছে: জুলাই ৬, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/07/3816866-1.jpg)
আসন্ন টোকিও অলিম্পিকে আগের আসরের চেয়ে প্রতিনিধি সংখ্যা বেড়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের। দেশটির ক্রীড়া ও যুব উপমন্ত্রী জমশিদ তাগিজাদে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ২০১৬ সালের রিও অলিম্পিকের তুলনায় ইরানি অ্যাথলেটের সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৭জন। এছাড়া মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় ইরানি খেলোয়াড়দের অংশ নেয়া স্পোর্টস ফিল্ডের সংখ্যাও বেড়েছে।
তাগিজাদে আরও বলেন, এবারের অলিম্পিকে প্রথমবারের মতো ভারোত্তোলন ও ব্যাডমিন্টনে ইরানের নারী প্রতিনিধি থাকবে। ইরানের বাস্কেটবল ও ভলিবল দলও অলিম্পিক গেমসে অংশ নেবে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।