টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন ইরানের হাদাদি
পোস্ট হয়েছে: জুন ২২, ২০২১

ইনজুরি কাটিয়ে আসন্ন ২০২০ টোকিও অলিম্পিক গেমসে অংশ নিচ্ছেন ইরানের ইহসান হাদাদি। ইরানের জাতীয় অলিম্পিক কমিটির (এনওসি) মহাসচিব কেইকাভুস সায়েইদি এই তথ্য জানান।
এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়, মেরুদণ্ডে আঘাতের কারণে টোকিও অলিম্পিকের বাইরে থাকতে পারেন ফারসি এই চাকতি নিক্ষেপকারী। তিনি চিকিৎসার জন্য আমেরিকা থেকে তেহরানে ফিরে আসেন।
ইরানের এনওসির শীর্ষ কর্মকর্তা সর্বশেষ জানালেন, হাদাদি টোকিও গেমসে অংশ নেবেন। সূত্র: তেহরান টাইমস।