রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

টোকিও অলিম্পিকের সমাপনীতে ইরানের পতাকা উড়ান জারে

পোস্ট হয়েছে: আগস্ট ৯, ২০২১ 

news-image

টোকিও অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ইরানের পতাকা উড়ান ফারসি অ্যাথলেট আমির হোসেইন জারে। ইরানি এই অ্যাথলেট পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ১২৫ কেজি ওজন-শ্রেণিতে ব্রোঞ্জ মেডেল জিতেছেন।
টোকিও অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান শনিবার ৮ আগস্ট স্থানীয় সময় রাত আটটায় অনুষ্ঠিত হয়।

এরআগে টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের পতাকা উড়ান নারী শুটার হানিয়ে রোস্তামিয়ান ও ইরান বাস্কেটবল ফরওয়ার্ডার সামাদ বাহরামি।

এবারের টোকিও অলিম্পিক গেমসে ইরানি অ্যাথলেটরা তিনটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ সহ মোট সাতটি পদক জিতেছেন। এরআগে রিও অলিম্পিকে ইরানি প্রতিনিধি দল তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও  চারটি ব্রোঞ্জ মেডেল জয় করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।