টোকিওতে ৫০জন প্যারা অ্যাথলেট পাঠাচ্ছে ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২১

টোকিও প্যারালিম্পিকে অংশগ্রহণের জন্য ইরানের এপর্যন্ত ৫০ জন প্যারা অ্যাথলেট কোটা লাভ করেছে। যদিও এই তালিকা এখনও চূড়ান্ত হয়নি। এমন তথ্য জানিয়েছেন ইরানের টোকিও প্যারালিম্পিক গেমস বিষয়ক চিফ ডি মিশন হাদি রেজায়ি।
এরআগে ২০১৬ রিও প্যারালিম্পিকে ইরান ১১০ জনের রেকর্ড সংখ্যক অ্যাথলেট পাঠায়। ওই আসরে ইরানি অ্যাথলেটরা ৮টি স্বর্ণ, ৯টি রোপা ও ৭টি ব্রোঞ্জ পদক ঘরে তুলে পদক তালিকায় ১৫তম স্থান লাভ করে।
আগামী বছর আসন্ন এই প্যারালিম্পিকের অ্যাথলেটিকস, তীরন্দাজি, সিটিং ভলিবল, হুইলচেয়ার বাস্কেটবল, তাইকোয়ান্দো, রোয়িং, জুডো, শুটিং এবং পাওয়ারলিফটিং বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে ইরান। সূত্র: তেহরান টাইমস।