বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

টোকিওতে ফারসি সাহিত্য রাত

পোস্ট হয়েছে: অক্টোবর ১৭, ২০২০ 

news-image

ইরানের বিশ্বখ্যাত প্রাচীন কবি হাফেজের স্মরণে জাপানের রাজধানী টোকিওতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার এক ওয়েব সেমিনারে এই ফারসি সাহিত্য রাত উদযাপন করা হবে।

কবি হাফেজের জন্ম স্মৃতির এই অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ‘‘পারসিয়ান পয়েট্রি অ্যান্ড লিটারেচার অ্যাজ সিন বাই জাপানিজ রিসার্চার্স’’।

প্রতিবছর ১২ অক্টোবর কবি হাফেজের স্মরণে ইরানে হাফেজ জাতীয় দিবস পালিত হয়। এবছর করোনা মহামারির কারণে অনলাইনে দিবসটি উদযাপিত হয়। সূত্র: ইরান ডেইলি।