টোকিওতে দেখানো হলো ইরানি কাহিনিচিত্র ‘লাস্ট সাপার’
পোস্ট হয়েছে: নভেম্বর ২৪, ২০১৯
জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজে দেখানো হলো নির্মাতা মোহাম্মাদ কানেফারদ পরিচালিত ইরানি কাহিনিচিত্র ‘লাস্ট সাপার’। টোকিওতে অবস্থিত ইরানি দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের আয়োজনে চলচ্চিত্রটি দেখানো হয়।
‘লাস্ট সাপার’ পর্দাস্থ শেষে বক্তব্য রাখেন টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের অধ্যাপক আওইয়ামা হিরোইয়ুকি। তিনি বক্তব্যে অত্র অঞ্চলের উগ্রবাদ ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন।
চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী যোগ দেয়। বিশেষ করে ফারসি, আরবি ও তুর্কি ভাষার শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
‘লাস্ট সাপার’ তৈরি করা হয়েছে সিরীয় খ্রিস্টানদের নিয়ে। এতে সিরিয়ায় আইএস সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারকালে তাদের সাথে খ্রিস্টানদের লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়েছে।
এরআগে চলতি গ্রীষ্মকালে জাপানের দ্বিতীয় ইরানি চলচ্চিত্র সপ্তাহে কাহিনিচিত্রটি দেখানো হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।