টোকাই রাজা
পোস্ট হয়েছে: এপ্রিল ২২, ২০১৮
বই পরিচিতি
টোকাই রাজা
রচনা : মুহাম্মদ ইসমাইল
প্রকাশক : গিয়াসউদ্দীন খসরু
ঝিঙেফূল, ৩৪ নর্থব্রুক হল রোড
বাংলাবাজার, ঢাকা-১১০০
প্রচ্ছদ : সুখেন দাস
স্বত্ব : গ্রন্থকার
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০০৩
বর্ণবিন্যাস : ঝিঙেফুল কম্পিউটার্স
মূল্য : ১০০ টাকা।
মুহাম্মদ ইসমাইল একজন কবি, কথাশিল্পী ও শিশুসাহিত্যিক। স্কুল জীবন থেকেই লেখালেখির অভ্যাস হলেও নব্বই দশকের শুরু থেকে তাঁর লেখা কবিতা ও গল্প পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশ পেতে থাকে। ফলে তিনি সহসাই নজরে আসেন তাঁর সময়ের লেখক বন্ধুদের। বিভিন্ন সাহিত্য আসরে তাঁর লেখাগুলো আলোচিত হতে থাকে। ইতোমধ্যে তাঁর দুটি বইও প্রকাশিত হয়। তাঁর আলোচ্য বই ‘টোকাই রাজা’ একটি কিশোর গল্পের বই। এখানে রয়েছে মোট আটটি গল্প। তৃতীয় গল্প ‘টোকাই রাজা’র নাম অনুসারে বইটির নামকরণ হয়েছে। প্রথম গল্প ‘ঢেকুর নিয়ে কা-’ ইরানের একটি ছোট কাহিনী। এছাড়া রয়েছে ‘বটগাছ’, ‘নুতন জামা’, ‘আত্মার প্রশান্তি’, ‘এপ্রিল ফুল’, ‘শিউলী’ ও ‘দ্বিতীয় চাকরি’। গল্পগুলোতে রয়েছে হতদরিদ্র, নির্যাতিত, এতিম ও বঞ্চিত শিশুদের জীবনের কথা। রয়েছে উপদেশ। যেমন ‘বটগাছ’ গল্পে এক এতিম শিশুর কথা বলা হয়েছে যার ছিল একটি প্রকৃতিপ্রেমিক মন, যার অভিভাবক ছিলেন তার মামা। মামার মৃত্যু হলে তার জীবনে নেমে দুঃখ-দুর্দশা। ‘টোকাই রাজা’ গল্পে সন্ত্রাসীদের হাতে নিহত পিতামাতা হারানো এক পথশিশুর হৃদয়বিদারক কাহিনী রয়েছে। ‘নতুন জামা’ গল্পের দুঃখিনী মায়ের সন্তানের ঈদের জামা গায়ে দেয়া হয় নি। টাইফয়েড জ্বরে বিনা চিকিৎসায় মারা যায় শিশুটি। ‘আত্মার প্রশান্তি’ গল্পে আলতাফ নামের কিশোরের মৃত্যু হয় সহপাঠীদের দুষ্টুমী ও খামখেয়ালিপনায় সাঁকো থেকে পড়ে পানিতে ডুবে। তাৎক্ষণিকভাবে উদ্ধার হলেও হাসপাতালে রোগে ভোগে। যা থেকে অবশ্যই আমাদেরকে শিখতে হবে কেউ যেন স্কুলের সহপাঠীদের সাথে ভয়ঙ্কর মস্করা না করে। ‘এপ্রিল ফুল’ হচ্ছে একটি ইতিহাসের গল্প। গল্প নয় সত্যি ঘটনা। স্পেন মুসলমানদের অধিকারে ছিল। আর গ্রানাডায় ছিল রাজধানী। মুসলমানরা একদিন ক্ষমতা হারালো ভেতরের বিশ্বাসঘাতক ও খ্রিস্টানদের ষড়যন্ত্রের ফলে। খ্রিস্টান রাজা ফার্দিনান্দ-এর হাতে গ্রানাডার পতন হলে সে মুসলমানদেরকে বলেছিল মুসলমানরা যদি মসজিদে অবস্থান করে তবে তাদেরকে হত্যা করা হবে না। কিন্তু বেঈমান রাজা তার কথা রাখে নি; বরং এটা ছিল তার ধোঁকা এবং সরলবিশ্বাসী সব মুসলমানকে এক স্থানে একত্রিত করে সহজে নির্মূল করার ফন্দি। তার আদেশে তার সৈন্যরা মসজিদগুলোতে আক্রমণ করে ও আগুন দিয়ে নির্বিচারে সব মুসলমানকে হত্যা করা হয়। সেদিন ছিল পহেলা এপ্রিল। সেইদিন থেকে খ্রিস্টশক্তি পহেলা এপ্রিলকে এপ্রিল ফুল বা এপ্রিলের বোকা হিসেবে পরস্পর ঠকানো ও হাসি-ঠাট্টার দিবস হিসেবে আনন্দ-ফুর্তি করে মুসলমানদেরকে ঠকানোর ইতিহাসকে স্মরণ করে। কোন কোন দেশের বোকা মুসলমানেরাও এ দিবসটি না বুঝে পালন করত। কিন্তু আজ অনেকে দেশেই এটা কমেছে এবং বিবেকবান খ্রিস্টানরাও এটা ঘৃণা করে। ‘শিউলী’ দরিদ্র ফুলবিক্রেতা পথশিশুর সততার গল্প। ‘দ্বিতীয় চাকরি’ গল্পে ঘুষের মতো মহাপাপের সমালোচনা করে হালাল উপার্জনের শিক্ষা দেয়া হয়েছে।
আমরা মুহাম্মদ ইসমাইলের উক্ত বইটির ব্যাপক প্রচার ও পাঠকপ্রিয়তা কামনা করছি।
□ আমিন আল আসাদ