টেলিপিজা ইরানে বিনিয়োগ করবে ১শ’ মিলিয়ন ইউরো
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৫, ২০১৬

স্পেনের বিখ্যাত পিজা প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেলিপিজা আগামী বছর ইরানের বিনিয়োগে আসছে। ইরানের মোমেনিন ইনভেস্টমেন্ট গ্রুপের সঙ্গে যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠানটি ১০ বছরে ২শ’টি শো রুম খুলবে। যৌথ বিনিয়োগের পরিমাণ হচ্ছে ১শ’ মিলিয়ন ইউরো। টেলিপিজার প্রথম শোরুমটি খোলা হবে মাসখানেকের মধ্যে তেহরানে। একই বছর তেহরানে আরো ৭টি শোরুম খোলা হবে। এরপর সিরাজ, ইসফাহান, মাশহাদ ও তাব্রিজে টেলিপিজার শোরুম খোলা হবে।
টেলিপিজার সিইও পাবলো জুয়ানতেগু বলেন, ইরানে আমাদের বিনিয়োগ শুধু আমাদের আন্তর্জাতিক বিনিয়োগের সম্প্রসারণ নয়; বরং এদেশের খাদ্যরসিকদের জন্যে সুস্বাদু এ পিজা তাদের মন হরণ করে নেবে। আমরা আশা করছি ইরানের যে কোনো স্থানে টেলিপিজা এর কদর পাবে। কোনো ইউরোপীয় কুইক সার্ভিস রেস্টুরেন্ট প্রতিষ্ঠানের এটাই ইরানে প্রথম আগমন হতে যাচ্ছে।
১৯৯২ সালে চিলিতে টেলিপিজা প্রথম যাত্রা শুরু করে। এরপর ৪৫৬টি প্রতিষ্ঠানের সঙ্গে ও ৮৮৬ জন ব্যক্তির সঙ্গে ১৫টি দেশে ১৩৪২টি শোরুমে বিক্রি হচ্ছে টেলিপিজা। ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় অন্তত ৬০ মিলিয়ন মানুষ বছরে টেলিপিজা কিনতে খরচ করছে ৫০৬ মিলিয়ন ইউরো।
সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন