টেক শহর ও উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা ইরানের
পোস্ট হয়েছে: জুন ৭, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/06/7_mi_tech_800_4.jpg)
ইরানে প্রযুক্তি বাস্তুতন্ত্র প্রশস্তকরণ এবং বিজ্ঞানভিত্তিক কোম্পানি ও স্টার্টআপগুলোর প্রতি সহায়তার হাত সম্প্রসারণে নতুন নতুন পরিকল্পনা করছে দেশটির প্রযুক্তি কর্মকর্তারা। অতি সম্প্রতি অনুষ্ঠিত এক আলোচনার তথ্যমতে, নিকট ভবিষ্যতে তেহরানে একটি শিল্প প্রযুক্তি শহর ও একটি প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন কেন্দ্র চালু করা হবে।
তেহরানে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সিয়াল অফিসের কর্মকর্তা ইসমাইল কাদেরিফার ও তেহরানের ডিস্ট্রিক্ট ১৯ এর মেয়র আলি তাভাক্কোলির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রযুক্তি ও শিল্পগত উদ্ভাবন বিকাশে ২৭ হেক্টর জায়গার ওপর একটি শিল্প প্রযুক্তি শহর নির্মাণে তাদের মধ্যে একটি চুক্তি সই হয়।
প্রযুক্তি শহরটিতে থাকবে ওয়ার্কশপ, শিক্ষাগত অঞ্চল, প্রদর্শনীর স্থান, উদ্ভাবন কারখানা, সাপোর্ট সেন্টার ও সেবা অফিস। মূলত দেশটির বিজ্ঞানভিত্তিক কোম্পানি ও স্টার্টআপগুলোকে সহায়তা করতে শহরটি নির্মাণ করা হবে। সূত্র: ফিনানশিয়াল ট্রিবিউন।