টেক্সাস ফিল্মফেস্টে সন্মামনা পেল ‘সেভেন এন্ড এ হাফ’
পোস্ট হয়েছে: এপ্রিল ৩০, ২০২১

ইরানি চলচ্চিত্র ‘সেভেন এন্ড এ হাফ’ যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে আয়োজিত মেমি ফিল্ম ফেস্টিভালে সন্মামনা পেয়েছে। গত রোববার এ ঘোষণা দেন আয়োজকরা। ন্যারেটিভ ফিচার ক্যাটাগরিতে নাভিড মাহমুদি যিনি এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তিনি সন্মামনা গ্রহণ করেন। উৎসবে দক্ষিণ এশিয়ার ১৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। গত ১৬ থেকে ১৮ ও ২৩ থেকে ২৫ এপ্রিল এ উৎসব অনুষ্ঠিত হয়। চলচ্চিত্রকার জামশিদ মাহমুদির ’সেভেন এন্ড এ হাফ’ চলচ্চিত্রে সাতটি মেয়ে শাবানেহ, নেগার, নাহিদ, ফেরেশতেহ, নিলুফার, রাহিল ও শেকারের অবর্ণনীয় দুঃখে গাঁথা জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে। তাদের প্রত্যেকেরই রয়েছে ভিন্ন ভিন্ন জীবনের গল্প। তাদের জীবনে ভালবাসা আসেনি, যা এসেছে তা হচ্ছে তাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে না পেরে জোরপূর্বক বিয়ে বা ধর্ষণের মত নির্যাতনে শিকার হওয়ার গল্প । আশির দশকে মাহমুদির ভাইরা ইরানে অভিবাসী হিসেবে চলে আসেন। তাদের জন্ম আফগানিস্তানে। ২০১৪ সালে তারা প্রথম ‘এ ফিউ কিউবিক মিটারস অব লাভ’ চলচ্চিত্র নির্মাণ করেন যা আন্তর্জাতিক মহলে প্রশংসা পায়। তাদের ‘পার্টিং’ ও ‘রোনা, আজিমের মা’ চলচ্চিত্র দুটি বেশ প্রশংসিত হয়।
ভারতের অরুণ কার্তিকের পরিচালনা ‘নাসির’ চলচ্চিত্র মেমি ফিল্ম ফেস্টিভালে ন্যারেটিভ ফিউচার সেকশনে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কা পেয়েছে। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত ‘লালি’র পরিচালক হচ্ছেন ভারতের আবহিরুপ বসু। সেরা ডকুমেন্টারি হিসেবে পুরস্কার পেয়েছে ভারতের দীপ্তি গুপ্তার ‘শাট আপ সোনা’। তেহরান টাইমস