টানা তৃতীয় মাসের মতো বাড়লো ইরানের তেল উৎপাদন
পোস্ট হয়েছে: এপ্রিল ১৫, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/04/3741330.jpg)
গত মার্চ মাসে টানা তৃতীয় মাসের মতো বেড়েছে ইরানের অপরিশোধিত তেল উৎপাদনের পরিমাণ। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্রকাশিত সর্বশেষ ডাটা থেকে এই তথ্য জানা গেছে।
ওপেক প্রতিবেদন মতে, গত মার্চে প্রতিদিন ইরানের তেল উৎপাদন বেড়েছে ১ লাখ ৩৭ হাজার ব্যারেল। গেল মাসে দিনে মোট উৎপাদন হয়েছে ২৩ লাভ বিপিডি। ওপেক সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে উৎপাদনের এই পরিমাণ ছিল সর্বোচ্চ।
গেল জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দিনে তেল উৎপাদন লাফিয়ে বৃদ্ধি পায় যথাক্রমে ৬২ হাজার ও ৩৫ হাজার ব্যারেল। এছাড়া মার্চে ইরানের ভারী অপরিশোধিত তেলের মূল্য ৬০ দশমিক ৬৬ থেকে ব্যারেলপ্রতি বেড়ে দাঁড়ায় ৬৪ দশমিক ৩০ ডলার। সূত্র: মেহর নিউজ এজেন্সি।