টানা তৃতীয়বার ইরান ফুটোল লিগের শিরোপা জিতলো মেস সুনগুন
পোস্ট হয়েছে: জুন ২৮, ২০২০

টানা তৃতীয়বারের মতো ইরান ফুটসাল সুপার লিগের শিরোপা জয় করলো মেস সুনগুন ফুটসাল ক্লাব। সুপার লিগের ফাইনালের দ্বিতীয় লেগে ইসফাহান ক্লাব ‘গিতি পাসান্দ’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ক্লাবটি।
শুক্রবার তাবরিজের পুরশারিফি হলে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হয়। এরপর ম্যাচের ভাগ্য গড়ায় প্যানাল্টিতে। তাবরিজ-ভিত্তিক ক্লাব মেস সুনগুন প্রতিপক্ষকে ৬-৫ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তোলে।
২০১৮ এএফসি ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপের বিজয়ী সুনগুন গত সপ্তাহে ইসফাহানে অনুষ্ঠিত সুপার লিগের প্রথম লেগের ফাইনালে ৪-৩ গোলে জয় লাভ করে। ইরানি ফুটসাল লিগে এ নিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুললো ক্লাবটি।
জানা যায়, ২০২০ এএফসি ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপে ইরানের প্রতিনিধিত্ব করবে মেস সুনগুন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।