টাইমস র্যাঙ্কিংয়ে বিশ্ব সেরার তালিকায় ৫৯ ইরানি বিশ্ববিদ্যালয়
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২১

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২২ এ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান পেয়েছে ইরানের ৫৯টি বিশ্ববিদ্যালয়।
র্যাঙ্কিংয়ে বিশ্বের ৯৯টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬ শতাধিক বিশ্ববিদ্যালয়কে স্থান দেওয়া হয়। ১৩টি সূচকের ভিত্তিতে চারটি ক্ষেত্রে পারফরমেন্সের ভিত্তিতে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়। ক্ষেত্রগুলো হলো পাঠদান, গবেষণা, জ্ঞান হস্তান্তর ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।
২০১২ থেকে ২০১৪ সালে এই তালিকায় ইরান থেকে মাত্র একটি বিশ্ববিদ্যালয় স্থান পায়। এরপর ২০১৫ সালে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি ও ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজি তালিকায় স্থান করে নেয়। ২০১৬ সালের তালিকায় ইরানি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়ায় আটটিতে।
এরপর ২০১৭ সালে ১৩, ২০২০ ও ২০২১ সালে যথাক্রমে ৪০ ও ৪৭টি বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান লাভ করে। সর্বশেষ ২০২২ সালের র্যাঙ্কিংয়ে ১২টি নতুন বিশ্ববিদ্যালয় নিয়ে মোট ৫৯টি ইরানি বিশ্ববিদ্যালয় ৯৯টি দেশের ১৬০০ শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান লাভ করলো। সূত্র: তেহরান টাইমস।