টাইটানিয়াম উৎপাদকের তালিকায় ইরান
পোস্ট হয়েছে: মার্চ ৮, ২০২১

বর্তমানে বিশ্বের টাইটানিয়াম উৎপাদনকালী দেশগুলোর অন্যতম ইরান। শনিবার ইরানের আণবিক জ্বালানি সংস্থা এইওআই এই ঘোষণা দিয়েছে।
এইওআই ঘোষণা জানায়, অর্থোপেডিক ইমপ্লান্ট উৎপাদনকারী একটি কোম্পানির সাথে মেডিকেল-গ্রেড টাইটানিয়াম রেবার্স বিক্রির প্রথম চুক্তি সম্পন্ন হয়েছে। ফলে বিশ্বে ইরান এখন টাইটানিয়াম উৎপাদনকারী দেশ।
জারা প্রতিরোধ, শক্তি এবং কম মডুলাসের কারণে টাইটানিয়াম হল সমস্ত ধাতুর মধ্যে সর্বাধিক জৈব-সামঞ্জস্যপূর্ণ। বিশ্বে চীন, জাপান, রাশিয়া ও কাজাখস্তান সর্বাধিক টাইটানিয়াম উৎপাদনকারী দেশ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।