টমেটো রপ্তানি করে ইরানের আয় ১১২ মিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০১৮

চলতি বছরের প্রথম পাঁচ মাসে টমেটো রপ্তানি করে ১১২ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এই পাঁচ মাসে দেশটি বিশ্বের বিভিন্ন দেশে ৩ লাখ ৬ হাজার ৬৫৫ টন টমেটো রপ্তানি করে। এই রপ্তানি হয় ইরানি বছরের প্রথম ৫ মাস তথা ২১ মার্চ থেকে ২২ আগস্ট।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসন আইআরআইসিএ প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র দেখা গেছে। ইরানি সংবাদ মাধ্যম ফিনানসিয়াল ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, উল্লিখিত সময়ে ইরানি টমেটোর প্রধান প্রধান ক্রেতা রাষ্ট্র ছিল ইরাক, রাশিয়া, সংযুক্ত আরব আমেরাত, আফগানিস্তান ও কাতার।