জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির্পদার্থবিদ্যা অলিম্পিয়াডে ইরানের ৯ মেডেল
পোস্ট হয়েছে: নভেম্বর ৩০, ২০২১
১৪তম আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির্পদার্থবিদ্যা অলিম্পিয়াডে (আইওএএ ২০২১) ৯টি পদক জিতেছেন ইরানি শিক্ষার্থীরা।১৪-২১ নভেম্বর কলম্বিয়ায় অনুষ্ঠিত এই বিজ্ঞান প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি দল ২টি স্বর্ণ, ৫টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জপদক এবং একটি সম্মানসূচক ডিপ্লোমা জিতেছে। খবর ইরনার।
ইরানি শিক্ষার্থী সেপেহর মিজানিয়ান, সাহান্দ আকরামিপুর স্বর্ণপদক, তারা রেজাই খিরখাহ, জাহরা মালেকি, মোহাম্মদ ত্বহা জালালি নাদুশান, সাহান্দ ইসমাইলজাদেহ, আমিন জামানি রৌপ্যপদক, সৈয়দ মোহাম্মদ মেহেদি মুসাভি, ওমিদ রেজা নাজারি বোকাই ব্রোঞ্জপদক এবং ইয়াসুরা মেহেদি গামী সম্মানসূচক ডিপ্লোমা জিতেছেন। সূত্র: তেহরান টাইমস।