মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

জ্যাকসনভিল চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে ইরানি স্বল্পদৈর্ঘ্য

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২২ 

news-image

ফ্লোরিডার আটলান্টিক উপকূলীয় শহরে চলমান জ্যাকসনভিল চলচ্চিত্র উৎসবের একটি বিশেষ প্রোগ্রামে ইরানি স্বল্পদৈর্ঘ্য সিনেমা দেখানো হচ্ছে। “ইরান টু জ্যাক্স শর্টস” শীর্ষক ওই প্রোগ্রামে ইরানি চলচ্চিত্র নির্মাতাদের মোট নয়টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।জ্যাকসনভিল উৎসবে ১৫তম সান ফ্রান্সিসকো ফ্রোজেন চলচ্চিত্র উৎসবে সেরা নাটকীয় শর্ট ফিল্মের পুরস্কার বিজয়ী নাভিদ নিখাহ-আজাদের “দ্যা রিসেস” দেখানো হচ্ছে৷ চলচ্চিত্রটিতে সাহার  নামে ১৭ বছর বয়সী এক ছাত্রের গল্প তুলে ধরা হয়েছে।প্রদর্শনের তালিকায় আমিন হোসেনপুর পরিচালিত ‘দ্যা বক্স’ ছবিটিও রয়েছে। উৎসবে মাসিহা আবুআলির “সিনেমা, দ্যা অনলি শেল্টার”ও প্রদর্শন করা হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।