জ্বালানি সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-কাতার
পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০২০
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস মহামারিতে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোর অর্থনীতি। চলমান এই পরিস্থিতির মধ্যেই পারস্পরিক জ্বালানি সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে ইরান ও কাতার।
বৃহস্পতিবার ইরানের জ্বালানি মন্ত্রী রেজা আরদাকানিয়ান এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আলি বিন আহমেদ কুওয়ারির মধ্যে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় জ্বালানি খাতে যৌথ উদ্যোগ ও জ্বালানি প্রকল্প চালুর সম্ভাব্য উপায় নিয়ে তারা আলোচনা করেন।
আরদাকানিয়ান জানান, ইরানের পক্ষ থেকে সব ধরনের খসড়া নথি প্রস্তুত করা হয়েছে। ইরান-কাতার যৌথ অর্থনৈতিক কমিশনের আসন্ন বৈঠকে নথিগুলো স্বাক্ষরিত হবে।
বৈঠকটি মূলত এপ্রিলের শুরুতে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে এটি পিছিয়ে দেওয়া হয়েছে। করোনা মহামারি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক অবস্থায় ফেরার সাথে সাথে বৈঠকটি আয়োজন ও নথিপত্র চূড়ান্তকরণে একমত হয়েছে উভয়পক্ষ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।