রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

জ্বালানি ব্যবস্থাপনার জন্য ইরানে নির্মিত হচ্ছে ৩২ ইকো-স্কুল

পোস্ট হয়েছে: আগস্ট ৯, ২০২১ 

news-image

ইরানের শিক্ষা খাতে জ্বালানি ব্যবস্থাপনার প্রসারে দেশব্যাপী নির্মাণ করা হচ্ছে মোট ৩২টি সবুজ স্কুল।  ইরানের স্কুলের উন্নয়ন, সংস্কার, এবং সুসজ্জিতকরণ বিষয়ক সংস্থার পরিচালক মেহরোল্লাহ রাখশানিমেহর এই তথ্য জানিয়েছেন।

তেহরান টাইমসের প্রতিবেদেনে বলা হয়, ইকো-স্কুল সবুজ বিদ্যালয় হিসেবেও পরিচিত। এই ধরনের স্কুল থেকে পানি ব্যবস্থাপনা, বর্জ্য হ্রাস, জীববৈচিত্র্য, জ্বালানি, পানি, পরিবহন, স্বাস্থ্য, বৈশ্বিক স্থায়িত্ব, স্বাস্থ্যকর পুষ্টি, নাগরিকত্ব এবং জলবায়ু পরিবর্তন সহ বিস্তর পরিসরের সুবিধা পাওয়া যায়। বিশ্বের দেশগুলো তাদের নিজস্ব আর্থসামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহে এসব মানদণ্ড খাপ-খাওয়ানোর চিন্তা ভাবনা করছে।

শনিবার বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, এসব স্কুলে প্রকৃতিবান্ধব উপকরণ ব্যবহার করা হয় এবং প্রতিটি স্কুল মাত্র চারদিনে নির্মাণ করা হয়। নিয়মিত স্কুলের তুলনায় এসব স্কুলের নির্মাণ খরচ প্রায় ৪০ শতাংশ কম।

মেহরোল্লাহ  আরও জানান, কম জ্বালানির খরচ, পানি ও উপাদান ব্যবহারের যথাযথ ব্যবস্থাপনা করে জ্ঞানের বিকাশ ও পরিবেশগত নৈতিকতা গঠনে ইকো স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূত্র: তেহরান টাইমস।