শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

জৈব ওষুধ উৎপাদনে বছরে বিলিয়ন ডলার সাশ্রয় ইরানের

পোস্ট হয়েছে: মার্চ ৪, ২০২০ 

news-image
ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির জৈবপ্রযুক্তি উন্নয়ন সদরদপ্তরের সেক্রেটারি মোস্তাফা ঘানেই জানিয়েছেন, ইরান ২২ ধরনের জৈবওষুধ উৎপাদন করতে সক্ষম হয়েছে। এতে দেশটির বছরে সাশ্রয় হয় বিলিয়ন মার্কিন ডলার।

রোববার তিনি জানান, দেশে উৎপাদিত জৈব ওষুধের সংখ্যা ২২টি। এই অঞ্চলে এ ধরনের ওষুধ এককভাবে কেবল ইরানের রয়েছে।

ঘানেই জানান, জৈব ওষুধ উৎপাদনের ক্ষেত্রে ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী হলো জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও চীনসহ এশীয় দেশগুলো।
 

তিনি আরও জানান, আগামী দুই বছরের মধ্যে ভোক্তা বাজারে ২৮টি নতুন জৈবওষুধ পাওয়া যাবে। এমন পরিস্থিতিতে ইরান

এশিয়ায় প্রথম অথবা দ্বিতীয় অবস্থানে চলে আসবে। যা দেশের মেডিকেল সোসাইটির জন্য সম্মান  ও গর্বের বিষয় হয়ে দাঁড়াবে।

ঘানেই জানান, বিশ্বে ১৪০ ধরনের জৈবওষুধ আছে। এর মধ্যে ৫০টি ওষুধ অনেক বেশি সেবন করা হয় এবং এগুলো কিছু দেশে অনেক দামি। সূত্র: মেহের নিউজ এজেন্সি।