শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

জেনারেল সোলাইমানির জন্মস্থান ঘিরে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২২ 

news-image

ইরানের জনপ্রিয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির জন্মস্থান কানাত মালেককে সম্প্রতি পর্যটন গ্রাম হিসেবে বাছাই করা হয়েছে। সোমবার বার্তা সংস্থা আইএসএনএ এই খবর জানিয়েছে।দক্ষিণ কেরমান প্রদেশে অবস্থিত গ্রামটিকে “প্রতিরোধ পর্যটন”-এর গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। কেরমানের গভর্নর আলি জেনিভান্দ এই ঘোষণা দেন।“কেরমান শহরকেও ইসলামি প্রতিরোধের রাজধানী হিসেবে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে,” বলেন এই কর্মকর্তা।শহীদ সোলাইমানি আধুনিক সাম্রাজ্যবাদ, ইহুদিবাদী শাসন এবং অহংকারী শক্তির বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রতীক হিসেবে জাতীয়ভাবে খ্যাতি অর্জন করেন।২০২০ সালের ৩ জানুয়ারি লেফটেন্যান্ট জেনারেল সোলাইমানি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ড্রোন হামলায় নিহত হন। এই হামলায় তার দীর্ঘদিনের সহচর ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এর প্রাক্তন উপ-প্রধান আবু মাহদি আল-মোহান্দেসও নিহত হন। সূত্র: তেহরান টাইমস।