শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

জেনারেল সোলাইমানিকে হত্যায় ক্রীড়া ব্যক্তিত্বদের নিন্দা

পোস্ট হয়েছে: জানুয়ারি ৫, ২০২০ 

news-image
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের ক্রীড়া ব্যক্তিত্বরা। আজ শুক্রবার (ভোররাতে) ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় তিনি শাহাদত বরণ করেন।

ইরানি ক্রীড়াবিদরা বলেন, জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাত ইরানি জনগণ ও অঞ্চলের সহনশীল মানুষদের আরও সুসংহত করবে।

মধ্যপ্রাচ্যে ইরানের এই প্রভাবশালী শীর্ষ জেনারেলের শাহাদাতের ঘটনায় শনিবার ও রোববারের সকল ম্যাচ বাতিল ঘোষণা করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখভাগের নেতৃত্বে ছিলেন তিনি।

মার্কিন বিমান হামলায় কাসেম সোলাইমানি এবং ইরাকের হাশদ আশ-শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটস তথা পিএমইউ’র সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিস শাহাদত বরণ করেন। বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে তাদেরকে বহনকারী গাড়ি লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়।

সোলাইমানির শাহাদাতের প্রতিক্রিয়ায় দেশজুড়ে বিক্ষোভ ও শোকানুষ্ঠান অব্যাহত রয়েছে। রাজধানী তেহরানে জুমার নামাজের পর মুসল্লিরা বিক্ষোভ করেন এবং রাজধানীর মসজিদ ও ধর্মীয় কেন্দ্রগুলোতে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।