জেনারেল সোলাইমানিকে স্মরণ করলেন কবিরা
পোস্ট হয়েছে: জানুয়ারি ৫, ২০২০

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানিকে স্মরণ করলেন কবি-সাহিত্যিকরা। তাকে স্মরণে শুক্রবার সন্ধ্যায় তেহরানের ফেলেস্তিন সিনেমা হলে সমবেত হন সাহিত্যিকদের একটি বড় গোষ্ঠী।
তেহরানে চলছে দশম আম্মার পপুলার ফিল্ম ফেস্টিভ্যাল। চলচ্চিত্র উৎসবটির ফাঁকে এক কবিতা রাতের আয়োজন করা হয়। এতে আলী-মোহাম্মদ মোয়াদ্দাব, আহমদ বাবাই, নাফিসেহ সাদাত মুসাভি, মোহাম্মদ-মেহেদী সাইয়্যার, মিলাদ এরফানপুর, ফাতেমেহ নানিজাদ এবং মবিন আর্দস্তানীসহ বেশ কয়েকজন প্রসিদ্ধ কবি যোগদান করেন।এছাড়া কবিতা রাতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধে প্রাণ হারানো শহীদদের পরিবারের সদস্যরা যোগদান করেন।
কবিতা অনুষ্ঠানের শুরুতে ফোরুঘ মোনহি বলেন, ‘ইরানিরা একাকি নয়। আমেরিকাকে কঠিন প্রতিশোধের অপেক্ষায় থাকা উচিত।’
ইরান-ইরাক যুদ্ধে মোনহির তিন ছেলে শহীদ হয়। তিনি আরও বলেন, ‘জেনারেল সোলাইমানি তার মতো হাজার হাজার সৈন্যকে প্রশিক্ষণ দিয়েছেন। এসব সৈন্য ইসলামের শত্রু আমেরিকা ও ইজরাইলের বিরুদ্ধে যুদ্ধ করবে।’ সূত্র: তেহরান টাইমস।