জুস রফতানিতে ইরানের আয় ৭২.৫ মিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৪, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/12/04-zs-fruit_juice_concentrates_69-ab.jpg)
আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, তুরস্ক ও রাশিয়াসহ বিভিন্ন দেশে ইরান ফলের জুস বিক্রি করে গত ইরানি অর্থবছরে আয় করেছে সাড়ে ৭২ মিলিয়ন ডলার।
রফতানিকৃত জুসের পরিমাণ হচ্ছে সাড়ে ৬০ হাজার টন। আনার, কমলা, মাল্টা, আঙ্গুর, খেজুরসহ বিভিন্ন ফলের জুস ছাড়াও ইরান প্রচুর শুকনো ফল রফতানি করে থাকে। দেশটির ফারোক অঞ্চলে ব্যাপক আনার উৎপাদন হয়। বিশ্বের এক তৃতীয়াংশ আনার অর্থাৎ ৩০ লাখ টন আনার উৎপাদন হয় এ অঞ্চলে। ফিনান্সিয়াল ট্রিবিউন/ তেহরান টাইমস