জুরিখে সেরা ছবির মুকুট জয় করলো ‘পারি’
পোস্ট হয়েছে: জুন ১০, ২০২১

সুইজারল্যান্ডের জুরিখে ৭ম ইরানি চলচ্চিত্র উৎসবে সেরা ছবির মুকুট জয় করেছে ‘পারি’। চলচ্চিত্রকার সিয়ামাক ইতেমাদি পরিচালিত ছবিটি সেরা ফিচার ছবির জন্য গোল্ডেন সাইরাস সিলিন্ডার লাভ করে।
গত বৃহস্পতিবার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। উৎসবে রানার্সআপ হিসেবে নির্বাচিত হয় মাহদিয়ে ভালিজাদেহ পরিচালিত ‘অ্যা স্ট্রেঞ্জার ইন প্যারিস’।
উৎসবের সেরা স্বলল্পদৈর্ঘ্য ছবি হিসেবে গোল্ডেন সাইরাস সিলিন্ডার লাভ করে আজাদেহ মুসাভি পরিচালিত ‘দ্যা ভিজিট’। সূত্র: তেহরান টাইমস।