বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

জুনে জাফর-২ ও পায়া উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৬, ২০২৫ 

news-image

ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে বলেছেন, ইরান ২০২৫ সালের জুনের মাঝামাঝি সময়ে দুটি নতুন উপগ্রহ কক্ষপথে স্থাপন করবে। উৎক্ষেপণের জন্য নির্ধারিত দুটি উপগ্রহের নাম ‘জাফর-২’ এবং ‘পায়া’।

সালারিয়ে সোমবার তেহরানে সাংবাদিকদের বলেন, জানুয়ারিতে উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তা স্থগিত করা হয়েছে। তিনি জানান, ইরান ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষ্যে ১০ প্রভাত উদযাপনকালে কিছু প্রকল্প উন্মোচন করবে।

এর আগে তিনি বলেছিলেন, পার্স-৩ উপগ্রহটি বর্তমানে নির্মাণ পর্যায়ে রয়েছে এবং এর চিত্রের নির্ভুলতা প্রায় দুই মিটার। এছাড়াও, ‘নাহিদ ১’ এবং ‘নাহিদ ২’ স্যাটেলাইট শীঘ্রই উৎক্ষেপণের কথা রয়েছে। সূত্র: মেহর নিউজ