জুনিয়র তায়কান্দোতে ইরানের ৫ পদক
পোস্ট হয়েছে: নভেম্বর ২০, ২০১৬

ইরান বিশ্ব জুনিয়র তায়কান্দো প্রতিযোগিতায় ৫টি পদক পেয়েছে। এর মধ্যে দুটি রয়েছে স্বর্ণপদক। ইরানের মবিনা নেজেদ তায়কান্দোতে প্রথম স্বর্ণপদকটি পান। তিনি ৪২ কেজি ওয়েট ইভেন্টে পরাজিত করেন স্পেনের ইরিনি লাগুনা পেরেজকে। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক পান ইরানের সোফিয়া জামপেট্টি যিনি রাশিয়ার কারিনা উশাকোভার সঙ্গে সমান পয়েন্টের ব্যবধানে পদকটি ভাগাভাগি করে নেন।
প্রতিযোগিতার তৃতীয় দিনে ইরানের আমির মোহাম্মদ বাকশি রাশিয়ার তায়কান্দো প্রতিযোগিকে হারিয়ে স্বর্ণপদক জেতেন। ইরানের আরেক তায়কান্দো খেলোয়াড় এব্রাহিম সাফারি দক্ষিণ কোরিয়ার জুন জাংকে হারিয়ে রৌপ্য পদক জিতে নেন। এছাড়া আলী বাসেরি ও মোবিনা বাবাউলু জিতে নেন আরো দুটি ব্রোঞ্জ পদক।
কানাডায় গত ১৬ নভেম্বর এ বিশ্ব জুনিয়র তায়কান্দো প্রতিযোগিতা শুরু হয়ে ২০ নভেম্বর তা শেষ হয়।
সূত্র: মেহের নিউজ