শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

জুনিয়র ওয়ার্ল্ডে রানার-আপ হল ইরানের জিআর টিম

পোস্ট হয়েছে: আগস্ট ২৩, ২০২১ 

news-image

ইরানের গ্রেকো-রোমান টিম রাশিয়ার উফায় জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রানার-আপ হয়েছে। ১৩০ পয়েন্ট পেয়ে ইরানের এ দলটি একটি স্বর্ণপদক, একটি রৌপ্য ও পাঁচটি তাম্র পদক পায়। স্বাগতিদক দেশ রাশিয়া ১৮৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও ১০১ পয়েন্ট পেয়ে আজারবাইজান তৃতীয় স্থান অধিকার করে। ৫৫ কেজি ফাইনাল বাউটে উজবেকিস্তানের আলিমার্দন আব্দুলায়েফকে হারিয়ে ৩-১ সেটে আমিররেজা দেহবোজর্গি স্বর্ণ পদক জেতেন। রাশিয়ার দিনিসলাম বামাতোফের কাছে ৬০ কেজি ফাইনাল বাউটে ৭-৩ সেটে হেরে যান সাইদ এসমায়েলি। রোমানিয়ার মানুয়েল স্টোইকাকে ৬৩ কেজিতে ৯-০ সেটে পরাস্ত করেন ইমান মোহামাদি। মিসরের এমাদ আবোলাট্টাকে পরাস্ত করেন মোহাম্মাদহোসেইন আজারমদখত। তেহরান টাইমস