বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

জুনিয়র বিশ্ব ভারোত্তোলনে ইরানের নাসিরির সোনা জয়

পোস্ট হয়েছে: নভেম্বর ২৩, ২০২৩ 

news-image
ইরানের আলিরেজা নাসিরি ২০২৩ জুনিয়র বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন।
তিনি টুর্নামেন্টে মোট ৩৭১ কেজি (১৬৬+২০৫) উত্তোলনের পর ৯৬ কেজি ওজন শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।
তুর্কমেনিস্তানের শাহজাদবেক মাতিয়াকুবভ ৩৬৭ কেজি নিয়ে রৌপ্য এবং জাপানের মাসাশি নিশিকাওয়া ৩৬২ কেজি নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
প্রতিযোগিতাটি ১৫ নভেম্বর মেক্সিকোর গুয়াদালাজারাতে শুরু হয়ে ২৩ নভেম্বর পর্যন্ত চলে৷
২০২৩ জুনিয়র বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ৪৪টি দেশের ২২৯ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছেন।
সূত্র: তেহরান টাইমস