জীববৈচিত্র্য ও জেনেটিক্স সমৃদ্ধে বিশ্বের সেরা বিশে ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/08/4635546.jpg)
বিশ্বে ১১ ধরনের ইকোসিস্টেম রয়েছে, যার মধ্যে ৯টি ইরানে চিহ্নিত। এছাড়া ৪২ ধরনের জলাভূমির মধ্যে দেশটিতে ৪১ ধরনের জলাভূমি রয়েছে। সব মিলিয়ে ইরান জীববৈচিত্র্য ও জেনেটিক্স সমৃদ্ধ বিশ্বের শীর্ষ ২০টি দেশের মধ্যে অন্যতম।
ইরানে জৈবিক ও জেনেটিক বৈচিত্র্য থাকার কারণ হচ্ছে দেশটির অনেক গাছপালা এবং প্রাণী স্থানীয় প্রজাতির। বর্তমানে ইরানে ২১শ’টি স্থানীয় উদ্ভিদ প্রজাতি রয়েছে।
সূত্র: তেহরান টাইমস।