জীববিজ্ঞান অলিম্পিয়াডে ইরানি শিক্ষার্থীদের চার মেডেল
পোস্ট হয়েছে: জুলাই ২৪, ২০১৯
আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও ২০১৯) চারটি মেডেল জিতেছে ইরানের জীববিজ্ঞানের শিক্ষার্থীরা। হাঙ্গেরির সেগেদে ১৪ থেকে ২১ জুলাই এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
আইবিও ২০১৯ এ বিশ্বের ২৮৫জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়ে ইরানি শিক্ষার্থীরা ৩টি রৌপ্যপদক ও ১টি ব্রোঞ্জপদক জয় করে।
আন্তর্জাতিক এই অলিম্পিয়াডে রৌপ্য মেডেল জয়ী তিন ইরানি শিক্ষার্থী হলো- আলিরেজা তানুরি, আলী ইয়াজদিজাদেহ খাররাজি ও মোহাম্মাদ আমিন। ব্রোঞ্জ মেডেল জিতেছেন শায়ান বাকেরি বারাগুরি।
প্রতি বছর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক বায়োলোজি অলিম্পিয়াড (আইবিও) অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ নিজ দেশের জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ী হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান। জীববৈজ্ঞানিক সমস্যা নিয়ন্ত্রণ ও জীববৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করার দক্ষতা পরীক্ষা করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের তরুণরা খোলামেলা, বন্ধুত্বপূর্ণ ও শান্তিপূর্ণ মন নিয়ে এখানে সমবেত হন। প্রতিবছর একবার সপ্তাহব্যাপী এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।