শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

জীববিজ্ঞান অলিম্পিয়াডে বিশ্বসেরা ইরানি শিক্ষার্থীরা

পোস্ট হয়েছে: জুলাই ১৯, ২০২২ 

news-image
৩৩তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও ২০২২) চারটি স্বর্ণপদক জিতে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে ইরানি শিক্ষার্থীরা।
১০ থেকে ১৮ জুলাই পর্যন্ত আর্মেনিয়ার ইয়েরেভানে আইবিও ২০২২ অনুষ্ঠিত হয়। জীববিজ্ঞান অলিম্পিয়াডে বিশ্বের ৬৫টি দেশ অংশগ্রহণ করে। এবার ইরান এবং রাশিয়া যৌথভাবে প্রথম স্থান অধিকার করে।
স্বর্ণপদক বিজয়ী চার সদস্য হলো মেহেদি আফশারি, আমির রেজা জেইনালি, মোহাম্মদ আমিন কিয়ানি এবং মোহাম্মদ মেহেদি রহিমপুর।আইবিও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি বার্ষিক প্রতিযোগিতা। জৈবিক সমস্যা মোকাবেলা এবং জৈবিক পরীক্ষা-নিরীক্ষার সাথে মোকাবিলা করার ক্ষেত্রে তাদের দক্ষতা পরীক্ষা করা হয়। জীববিজ্ঞানে আগ্রহ, উদ্ভাবনশীলতা, সৃজনশীলতা ও অধ্যবসায় প্রয়োজন। জীববিজ্ঞান অলিম্পিয়াডে এসব বিষয়ে আলোকপাত করা হয়। সূত্র: তেহরান টাইমস।