শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

জীববিজ্ঞান অলিম্পিয়াডে চার মেডেল জয় ইরানি শিক্ষার্থীদের

পোস্ট হয়েছে: আগস্ট ২৬, ২০২০ 

news-image

জাপানে অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) তিনটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে ইরানি শিক্ষার্থীরা। এবছর অলিম্পিয়াডটি ভারচুয়ালি অনুষ্ঠিত হয়।

করোনা ভাইরাস মহামারির কারণে অনলাইনে জীববিজ্ঞান অলিম্পিয়াযের এবারের ৩১তম পর্ব অনুষ্ঠিত হয়। এতে ইরানের চার জন শিক্ষার্থী অংশ নেয়।

আন্তর্জাতিক এই অলিম্পিয়াডে রুপা জয়ী তিন ইরানি শিক্ষার্থী হলেন- আরিয়ান হাসানি, নাজগোল মোহাইমেনি ও মোহাম্মাদ আমিন সাব্বাকি। আর ব্রোঞ্জ পদক ঘরে তুলেছেন আমির হোসেইন শাহসভান্দ দাভুদি।

বিশ্বের জীববিজ্ঞান মেধাবীদের একত্রিত করতে আন্তর্জাতিক এই বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়। জাপানে ৩ থেকে ১১ জুলাই এবারের ৩১তম পর্ব অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।