শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

জিলিন উৎসবে যাচ্ছে ইরানের চার ছবি

পোস্ট হয়েছে: মে ২৩, ২০২২ 

news-image
চেকের জিলিন চলচ্চিত্র উৎসবের এবারের ৬২তম আসরে চারটি ইরানি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করবে। শিশুদের চলচ্চিত্র উৎসবটির বিভিন্ন বিভাগে দেখানোর জন্য নির্বাচিত হয়েছে ইরানের “সিঙ্গো”, “হোয়েন পোমেগ্রানেটস হাউল”, “দ্য অ্যাপল ডে” এবং “টুনাইটস হোমওয়ার্ক”।
আগামী ২৬ মে থেকে ১ জুন পর্যন্ত জিলিন আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত হবে। আলিরেজা মোহাম্মাদি পরিচালিত ‘সিঙ্গো’ উৎসবের ফিচার চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে।
এরআগে কিংবদন্তি ইরানি চলচ্চিত্র নির্মাতা মজিদ মাজিদির “সান চিলড্রেন” জিলিন চলচ্চিত্র উৎসবের ৬১তম আসরের জুনিয়র বিভাগে সেরা ফিচার চলচ্চিত্র হিসেবে গোল্ডেন স্লিপার জয় করে। সূত্র: তেহরান টাইমস।