শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

জিলিন উৎসবে ইরানের ‘দ্য লাভলি স্কাই’, ‘কাটভোমান’

পোস্ট হয়েছে: এপ্রিল ৩০, ২০২৩ 

news-image

ইরানি পরিচালকদের নির্মিত দুটি শর্ট ফিল্ম ‘দ্য লাভলি স্কাই’ এবং ‘কাটভোমান’ ৬৩তম জিলিন চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য নির্বাচিত হয়েছে৷ আমির মেহরান রচিত ও পরিচালিত ‘দ্য লাভলি স্কাই’ নির্মিত হয়েছে ইনস্টিটিউট ফর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টস-কানুন-এ।

চলচ্চিত্রটি ফেস্টিভালের অ্যানিমেশন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ১ থেকে ৭ জুন চেক শহর জিলিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ অনুষ্ঠিত হবে।

এরআগে ‘দ্য লাভলি স্কাই’ তেহরানে ২০২২ রোশদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অ্যানিমেশন পুরস্কার জিতেছে।

ইরান এবং ভারতের সহ-প্রযোজনার ছবি ‘কাটভোমান’ জিলিন ডগ বিভাগে দেখানোর জন্য নির্বাচিত হয়েছে। সারা বিশ্ব থেকে ছাত্রদের কল্পকাহিনী, অ্যানিমেশন এবং তথ্যচিত্রের একগুচ্ছ ছবি এই বিভাগে দেখানো হবে।

হাদি শেবানি পরিচালিত ছোট নাটকটি তিউনিসিয়াতে ২০২২ ফেস্টিভাল ইন্টারন্যাশনাল ডু ফিল্ম অ্যামেচার ডি কেলিবিয়া – ফিফাকে সেরা কথাসাহিত্যের পুরস্কার জিতেছে। সূত্র: তেহরান টাইমস।