জিম্বাবুয়েতে উইমেন ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে ইরান
পোস্ট হয়েছে: জুলাই ৩, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/07/n82955270-72409438.jpg)
ইরান জিম্বাবুয়েতে ১৭তম উইমেন ফিল্ম ফেস্টিভালে যোগ দিচ্ছে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ওই ফেস্টিভালে ইরানের ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এসব চলচ্চিত্র হচেছ, মারিয়াম হাদ্দাদির ‘সালতো’, আলী মোহাম্মদ একবালদারের ‘ লেপরোসি,’ রেজা গোলচিনের ‘ডল হাউজ’, কাশিদেহ গোলমাকানির ‘অনরাইন পারচেজ’, নাভিদ নিকাহ-আজাদের ‘ব্লাইন্ডনেস’, মোরতেজা কেইদির ‘উইথ মি’ ও মারিয়াম জাহিরি-মেহরের ‘এন্ডলেস’। জিম্বাবুয়ের রাজধানী হারারে’তে আগামী ৩ থেকে ১০ সেপ্টেম্বর এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। গত বছর জিম্বাবুয়েতে ইরানি চলচ্চিত্র মাজিয়ার মিরির ‘পেয়িন্টিং পুল’ ও হোমায়ন আসাদিয়ানের ‘গোল্ড এন্ড কপার’ প্রদর্শিত হয়।-ইরনা