শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

জার্মানি উৎসবে লড়বে ইরানি ফিচার ‘ডোমিনো’

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৯, ২০২০ 

news-image

জার্মানিতে ২০ থেকে ২৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য ২০২০ ম্যাক্স অপহুলস প্রাইজ ফিল্ম ফেস্টিভালে অংশ নেবে ইরানি ফিচার চলচ্চিত্র ‘ডোমিনো’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা লালেহ বারজেগার। জার্মানি উৎসবটিতে ‘ডোমিনো’ প্রতিদ্বন্দ্বিতা করবে ২১ থেকে ২২ জানুয়ারি।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটির চল্লিশ বছরের অধিক সময়ের রেকর্ড রয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তরুণ মেধাবী চলচ্চিত্রকারদের খোঁজে এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচনা করা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এর খবরে এসব তথ্য জানানো হয়।

ফিচারটিতে ইয়াল্দা নামে এক তরুণীর গল্প তুলে ধরা হয়েছে। স্বামীর সাথে ওই তরুণীর অনেক মতপার্থক্য দেখা দেয়। তবুও ভবিষ্যৎ সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার কারণে এবং অনিষ্টের আশঙ্কায় সে বিয়ের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। কিন্তু তাদের মাঝে মাতপার্থক্য বাড়তেই থাকে। চূড়ান্ত পর্যায়ে বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় থাকে না তাদের।  

ইয়াল্দা তার পরিবারে ফিরে যায়। কিন্তু সে বিচ্ছেদের ঘটনা লুকানোর চেষ্টা করে। সুতরাং তাকে আত্মীয়স্বজন থেকে দূরে থাকতে হয়। এই পরিস্থিতি তাকে সম্পূর্ণ ভিন্ন একজন ব্যক্তিতে পরিণত করে।

‘ডোমিনো’ এ পর্যন্ত জার্মানিতে ২২ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত ৫৩তম হফ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও বুলগেরিয়ার মেনার চলচ্চিত্র উৎসবসহ কয়েকটি উৎসবে অংশ নিয়েছে । সূত্র: ইরান ডেইলি।