জার্মানির নতুন প্রেসিডেন্টকে ইরানের অভিনন্দন
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০১৭

জার্মানির নতুন প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমেয়ারকে অভিনন্দন জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। অভিনন্দন বার্তায় তিনি স্টেইনমেয়ারকে বলেছেন, “আপনি সবসময় একজন খ্যাতিমান রাজনীতিক, শান্তির সমর্থক ও আন্তর্জাতিক আলোচনাকারী হিসেবে পরিচিত থাকবেন।” জারিফ আশা করেন, জার্মানির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় এখন বার্লিন ও তেহরানের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে।
রোববার জার্মানির জাতীয় সংসদ রাইখস্টাডে সংসদ সদস্য ও দেশের ১৬টি রাজ্যের প্রতিনিধিদের ভোটে স্টেইনমেয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। মোট ১,২৬০টি ভোটের মধ্যে স্টেইনমেয়ার পেয়েছেন ৯৩১টি ভোট। তার প্রতি সমর্থন দিয়েছিল চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের কথিত ‘গ্রান্ড কোয়ালিশন’। নির্বাচনে স্টেইনমেয়ারের সামনে আরো চারজন প্রতিদ্বন্দ্বী ছিলেন।
বিজয়ের পর স্টেইনমেয়ারকে অভিনন্দন জানিয়ে মারকেল বলেছেন, “এই কঠিন সময়ে জার্মানিকে নেতৃত্ব দেয়ার বিষয়ে তার ওপর আমার আস্থা রয়েছে।” রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক-ও স্টেইনমেয়ারকে অভিনন্দন জানিয়েছেন। সূত্র: পার্সটুডে।