জার্মানিতে শীর্ষ অ্যাওয়ার্ড জিতলো ইরানি ছবি ‘ড্রাইভিং লেসনস’
পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/11/3554094-1.jpg)
জার্মানিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে (লান্দাউ- লা মেকো) শীর্ষ অ্যাওয়ার্ড জিতেছে ইরানি শর্ট ফিল্ম ‘ড্রাইভিং লেসনস’। চলচ্চিত্রকার মারজিয়ে রিয়াহির স্বল্পদৈর্ঘ্যটি উৎসবের মূল বিভাগ থেকে প্রথম পুরস্কার লাভ করেছে।
দক্ষিণপশ্চিম জার্মানির লান্দাউ শহরে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবটির ১৮তম আসর অনুষ্ঠিত হয়। বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ১১ নভেম্বর। ইরানি চলচ্চিত্রটি বাহারেহ নামে এক তরুণীর গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। ইরানের আইন অনুযায়ী কোনো নারীকে গাড়ি চালানো শিখতে হলে সঙ্গে পরিবারের একজন পুরুষ সদস্য থাকতে হয়। ড্রাইভিং শেখানোর সময় মেয়েদের একাকী ছাড়া হয় না। এর আগে ইরানি স্বল্পদৈর্ঘ্যটি, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ইতালি ও বৈরুতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরস্কার লাভ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।