জার্মানিতে বায়োরিএ্যাক্টর রফতানি করছে ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০১৯
ইরানের একটি নলেজড-বেসড কোম্পানি জার্মানিতে বায়োরিএ্যাক্টর রফতানি করতে শুরু করেছে। এধরনের রিএ্যাক্টর প্রকৃতি ও পরিবেশে বায়োটেকনোলজিক্যাল উৎপাদনে ব্যবহৃত হয়। এছাড়া ফার্মাসিউটিক্যালস, এ্যান্টিবডি বা ভ্যাকসিন ও অর্গানিক বর্জ্য পরিশোধনে বায়োরিএ্যাক্টর কাজে লাগে। সংশ্লিষ্ট কোম্পানির সিইও আমির আব্বাস এখতিয়ারি জানান, তেল গ্যাস ও খনিস সম্পদ শিল্প ছাড়াও ওষুধ শিল্পে তার কোম্পানি বিশেষ বিনিয়োগ করছে। ওষুধ শিল্পে নতুন ৬টি পণ্য উৎপাদনের কথাও জানান এখতিয়ারি। বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং’এও বায়োরিএ্যাক্টর কাজে লাগে। মেহর