জাফর স্যালেটাইট উৎক্ষেপণে সিমোর্ঘ ক্যারিয়ার মোতায়েন
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২০

ইরানের জাফর স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের জন্য দেশীয়ভাবে তৈরি ‘সিমোর্ঘ’ স্যাটেলাইট ক্যারিয়ার প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোহাম্মাদ জাভাদ আজারি জাহরোমি।
তিনি জানান, যে স্থান থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে সেখানে স্যাটেলাইট ক্যারিয়ার সিমোর্ঘ মোতায়েন করা হয়েছে। এটির ওজন ৮০ টনের অধিক। সিমোর্ঘ ক্যারিয়ার জাফর স্যাটেলাইটকে বহন করে পৃথিবী থেকে ৫৩০ কিলোমিটার উচ্চতায় মহাকাশে নিয়ে যাবে।
আইসিটি মন্ত্রী আরও জানান, স্যাটেলাইট উৎক্ষেপণের শুরু থেকে অপারেশনের শেষ পর্যন্ত সময় লাগবে মাত্র আট মিনিট। আশা করা হচ্ছে, মহাকাশ থেকে জাফর স্যাটেলাইট সফলভাবে ছবি পাঠাতে পারবে। মহাকাশ থেকে পৃথিবীতে যেসব ছবি পাঠানো হবে তার মূল্য ১০ মিলিয়ন ইউরোর অধিক বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।