ইরানে জাফরান উৎপাদন বেড়েছে ১৫ শতাংশ
পোস্ট হয়েছে: জুলাই ২০, ২০২০
ইরানে লাল স্বর্ণ তথা জাফরানের উৎপাদন বেড়েছে ১৫ শতাংশ। আগের বছরের তুলনায় দেশটিতে জাফরান উৎপাদনে এই প্রবৃদ্ধি হয়েছে। ইরানের জাতীয় জাফরান কাউন্সিলের একজন সদস্য আলি হোসেইনি এই তথ্য জানান।
তিনি জানান, দেশে বাৎসরিক জাফরান উৎপাদন ১০ থেকে ১৫ শতাংশ বেড়েছে। দেশের বাইরে সীমিত পরিসরে জাফরান রপ্তানি করা হয়।
হোসেইনি জানান, বিশ্বের সর্ববৃহত ও শীর্ষস্থানীয় জাফরান উৎপাদক ইসলামি প্রজাতন্ত্র ইরান বছরে ২০০ থেকে ৩০০ টন লাল স্বর্ণ রপ্তানি করে থাকে। চলতি ইরানি বছর (২১ মার্চ ২০২০ থেকে ২০ মার্চ ২০২১) ৫শ টন জাফরান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।