শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

জাপান মিডিয়া আর্টস প্রতিযোগিতায় প্রথম ইরানের “দ্যা ফোর্থ ওয়াল”

পোস্ট হয়েছে: মার্চ ১৭, ২০২২ 

news-image

২৫তম জাপান মিডিয়া আর্ট ফেস্টিভালে অ্যানিমেশন ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রাইজ তথা শীর্ষ পুরস্কার জিতেছে প্রশংসিত ইরানি স্বল্পদৈর্ঘ্য “দ্য ফোর্থ ওয়াল”। রবিবার আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়ে আরেকটি সাফল্য ঘরে তুলে চলচ্চিত্রটি।মাহবুবেহ কালাই পরিচালিত ছবিটিতে একজন তোতলা ছেলের কাহিনী তুলে ধরা হয়েছে। একটি ইরানি রান্নাঘরকে একটি চমতকার কসমসে রূপান্তরিত করা হয়। বাবার শরীর হয়ে যায় রেফ্রিজারেটর, মায়ের পেট হয়ে যায় ওয়াশিং মেশিন যার ঘূর্ণন চক্র একটি চিৎকার শিশুর জন্ম দেয়।ডকুমেন্টারি, এক্সপেরিমেন্টাল এবং অ্যানিমেশন ফিল্ম সেন্টার নির্মিত চলচ্চিত্রটি এর আগে প্রামাণ্যচিত্র এবং অ্যানিমেশন চলচ্চিত্রের জন্য জার্মানির প্রধান আন্তর্জাতিক উৎসব ডিওকে লাইপজিগে সেরা অ্যানিমেশন চলচ্চিত্রের পুরস্কার জিতে। সূত্র: তেহরান টাইমস।